নিজস্ব প্রতিবেদক» ফাজিলপুরে মাওলানা মোহাম্মদ ফয়েজ আহম্মদ নামে মাদ্রসা শিক্ষকে কুপিয়েছে সস্ত্রাসীরা। তিনি ফাজিলপুর ইউনিয়নের জামেয়া শহীদিয়া নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক। সোমবার বিকেলে ৮/১০জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
ফাজিলপুরে মাদ্রাসা শিক্ষককে কুপিয়েছে সন্ত্রাসীরা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 31, 2016, 7:18 pm
