প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটূক্তি : শতকোটি টাকার মামলা

ডেস্ক রিপোর্ট»প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করার অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বাদী হয়ে রবিবার (০২ অক্টোবর) দুপুরে কোতোয়ালি আমলি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফলিয়াদী গ্রামের মৃত তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীকে (৪৫) আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৯, ১৪ ও ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের এবং আওয়ামী লীগকে নিয়ে অভিযুক্ত ইরাদ আহম্মেদ তার ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। বিষয়টি বাদীর দৃষ্টিগোচর হওয়ায় এ ধরনের আপত্তিকর মন্তব্যে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন। তাই রবিবার আদালতে উপস্থিত হয়ে তিনি এ মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ সুমন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানি শেষে আদালতের বিচারক মোস্তাক আহম্মেদ আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com