ডেস্ক রিপোর্ট»আসন্ন আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে (২২ ও ২৩ অক্টোবর) ঘিরে ইতোমধ্যে পোস্টার ব্যানার প্রকাশ করছে নেতাকর্মীদের কেউ কেউ। কিন্তু এটা সম্মেলনের চিন্তা বিরুদ্ধ। যারা এসব করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে রবিবার সকালে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডক কমকে জানিয়েছে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলন সম্পর্কে জানতে চাওয়া তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, সেখানে আগের চেয়ে ৭/৮ জন বাড়বে। কমিটির কার্যনির্বাহীদের সংখ্যা ৮১ কিংবা ৮৩ হতে পারে। তবে তা অবশ্যই দলীয় গঠনতন্ত্র রক্ষা করেই হবে।
তিনি বলেন, বিগত কয়েকটি সম্মেলনে ৭৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি হলেও এবার ‘নতুন কয়েকটি বিভাগ ও দেশের জনসংখ্যা’ বিবেচনা করে কমিটির পরিধি বাড়ানো হবে।
তবে কার্যনির্বাহীর পরিধি বাড়লেও উপকমিটির সহ-সম্পাদক সংখ্য ১০০ মধ্যে রাখা হবে’ বলে জানান তিনি।
তিনি জানান, ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর সারা দেশে থেকে আসবেন। এর বাইরে আর কতজন ডেলিগেট জেলা থেকে আসবেন সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা আমাদের জানাবেন। দেশের ৭০টি সাংগঠনিক জেলার মধ্যে ২১টির তালিকা ইতোমধ্যে জমা পড়েছে।
‘পোস্টারে আত্মপ্রচার করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে’
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 3, 2016, 6:02 am