প্রেস বিজ্ঞপ্তি» অগ্রণী ব্যাংক লিঃ বৈরাগীর হাট শাখার উদ্যোগে পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক বৈরাগীর হাট শাখার ব্যবস্থাপক এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহাকারি মহাব্যবস্থাপক আবদুল কুদ্দুস। দাগনভূঞা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান, প্রিন্সিপাল অফিসার মোঃ ইউছুপ, প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা। বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক হারুণ অর রশীদ, ইউপি সদস্য মজিবুল হক চৌধুরী, মফিজুর রহমান, বাবু যুবরাজ প্রমুখ। শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে ঋণ বিতরন করেন।