তারেকের বিরুদ্ধে পরোয়ানা, বিএনপির বিক্ষোভ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট »সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও ঢাকা মহানগর বিএনপি।
সোমবার (৩ অক্টোবর) সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। অপরদিকে ঢাকা মহনগর বিএনপির উদ্যোগে ২ অক্টোবর (রবিবার) থানায় থানায় এবং ৩ অক্টোবর (সোমবার) ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১ অক্টোবর) সকালে পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জারি করেন ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারির আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচার করা হয়। ওই বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর সারাদেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
অবিলম্বে রাজনৈতিক ‘প্রতিহিংসা চরিতার্থের’ মামলা প্রত্যাহার করে গ্রেফতারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানিয়ে দুদু বলেন, ‘তারেক রহমানের মতো একজন নিরপরাধ এবং জনপ্রিয় রাজনীতিবিদকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হারুন অর রশিদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, সাইফুল ইসলাম পটু প্রমুখ।
অপরদিকে ভাসানি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস
জানান, তারেক রহমানের গ্রেফতরি পরোনায়ার প্রতিবাদে ২ অক্টোবর থানায় থানায় এবং ৩ অক্টোবর ঢাকা মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করা হবে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com