সংবাদ বিজ্ঞপ্তি» অদ্য ৩০ অক্টোবর,১৬ রোজ রবিবার থেকে ছাগলনাইয়া ব্র্যাক অফিসে উজ্জিবক প্রশিক্ষণ শুরু হয়েছে।
ছাগলনাইয়া উপজেলার মহামায়া, শুভপুর ও রাধানগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড হতে ২৮ জন সমাজসেবক নিয়ে ৩০ অক্টোবর সকাল ৯ টায় উজ্জিবক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণটি শেষ হবে ১ নভেম্বর। উজ্জিবক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সেক্টর স্পেশালিষ্ট (এস এল জি ও নেটওয়ার্কিং) বিদ্যুৎ কুমার নন্দী, জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি হাবিবুর রহমান, পি ও (এস জি বি ভি) জিয়াউর রহমান, এফ ও মাসুদুল আলম ও সহযোগিতায় সাইদুজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণটি শুভ উদ্বোধন করেন ছাগলনাইয়া ব্রাঞ্চ ম্যানেজার মঞ্জুরুল হক। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক রিয়াজুল ইসলাম। প্রশিক্ষণের মূল বিষয়বস্তু হচ্ছে স্থানীয় সরকারের কাজে ইউনিয়ন পরিষদকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করা। এলাকায় স্বেচ্ছাপ্রণোদিত হয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হওয়া। সর্বোপরি ক্ষুধা ও দরিদ্রমুক্ত আতœ নির্ভরশীল বাংলাদেশ গঠনে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে কাজ করতে উদ্বুদ্ধ করা।
ছাগলনাইয়া ব্র্যাক অফিসে উজ্জিবক প্রশিক্ষণ শুরু
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 30, 2016, 4:17 pm
