নিজস্ব প্রতিবেদক»শুভপুর ইউনিয়নের ৫টি গ্রামে বিদ্যুত সংযোগ দেয়ার লক্ষে ৯.৮৪কিলোমিটার বিদ্যুতের লাইন উদ্বোধন করা হয়েছে। গ্রামগুলো হলো ছয়ঘরিয়া, জয়চাঁদপুর, জয়পুর, উত্তর মন্দিয়া ও কৈয়ারা গ্রাম। ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার শনিবার শুভপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইচ টিপে লাইন উদ্বোধন করেন।
ছাগলনাইয়া পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম কামাল পাশা জানান, এতে ব্যয় হয়েছে ১ কোটি ৪৭লাখ ৭০হাজার টাকা এবং সংযোগ পাওয়া গ্রাহকের সংখ্যা ২২৬জন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমান, ডিজিএম কামাল পাশা, শুভপুর ইউপি চেয়ারম্যান মো: আবদুল্ল্যাহ সেলিম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, সাধারণ সম্পাদক আবুল কাশেম এল.এল.বি, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু।
ছাগলনাইয়ায় ৫ গ্রামে বিদ্যুতায়ন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 1, 2016, 8:31 pm