জিয়াউল হক বাপ্পি» ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৪টার দিকে গিয়াস উদ্দিন মজুমদার (৩২) কে হুদা কোম্পানী বাড়ী সংলগ্ন এলাকা থেকে ছাগলনাইয়া থানার এএসআই সালেহ উদ্দিন ৫৬ পিছ ইয়াবাসহ আটক করে। সে পুর্ব ছাগলনাইয়ার ভুলু মজুমদার বাড়ীর সামুছুদ্দিন বুলু মজুমদারের ছেলে। এছাড়া মিজানুর রহমান প্রকাশ মিজান (৩০) কে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম জিলানী সকাল ৯টার দিকে পূর্ব পাঠানগড় লেংড়া মিজানের বসত ঘর থেকে আটক করে। । তার কাছ থেকে ৩০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে পূর্ব পাঠানগড়ের মৃত সামুছুদ্দিনের ছেলে। তৌহিদুল ইসলাম প্রকাশ বাবু (২৯) প্রকাশ বাবুকে ছাগলনাইয়ার বাঁশপাড়ার বটতলী কাজী কোনার আলিম উল্যাহর ভাড়া বাসা থেকে থেকে শুক্রবার দিনগত রাত পৌনে দশটার দিকে ৫২ পিছ ইয়াবা সহ আটক করেন এএসআই সালেহ উদ্দিন। বাবু মটুয়া গ্রামের তমিজ উদ্দন প্রকাশ ছুট্টু মিয়ার ছেলে। ছাগলনাইয়া থানর ওসি রাসেদ খান চৌধুরী জানান, এ ব্যাপারে ৩ মাদক ব্যসায়ীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।