নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ায় প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিসটিভ ডিভাইস (সহায়ক যন্ত্র) বিতরণ করা হয়েছে । সোমবার (১৭অক্টোবর) দুপুরে ছাগলনাইয়া উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে যন্ত্রগুলো বিতরণ করা হয়। ইউএনও জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজাবাউল হায়দার চৌধুরী সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম, ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুল বারী। অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও মাদের যথেষ্ট আন্তরিক হওয়ার আহবান জানান। এছাড়া তাদেরকে দেশের বোঝা না ভেবে পারিবারিক ও সামাজিকভাবে তাদের শিক্ষার প্রতি গুরুত্ব দেয়ার আহবান জানান এবং প্রত্যেক বিদ্যালয়ে বছরে অন্তত ১২বার মা সমাবেশ করার অনুরোধ জানান। অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মধ্যম শিলুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকের হোসেন সোহাগ। অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়।
ছাগলনাইয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক যন্ত্র বিতরণ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 17, 2016, 7:15 pm
