আউয়াল চৌধুরী ও জিয়াউল হক বাপ্পি» ফেনী নদী থেকে ভাসমান অবস্থায় আকলিমা আক্তার পারভিন (৩২) নামে গৃহবধুর লাশ উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ফেনী নদীর শুভপুর অংশে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহত আকলিমার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া থানায় অজ্ঞাত দৃস্কৃতকারীদের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাগলনাইয়া উপজেলার দক্ষিন ছয়ঘরিয়া গ্রামের সফি আহাম্মেদের স্ত্রী গত ১৯ অক্টোবর নিঁখোজ হন। নিঁখোজের পরের দিন ২০ অক্টোবর তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। আকলিমা তার বাবার বাড়ী মিরসরাই উপজেলার করৈর হাট ইউনিয়নের অলিনগর থেকে ছয়ঘরিয়ায় স্বামীর বাড়ীতে ফেরার পথে নিখোঁজ রয়েছে বলে জানা যায়। ছাগলনাইয়া থানার এস আই পায়েল হোসেন জানান, নিহত আকলিমার শরীরের বেশীরভাগ অংশ পঁচন ধরার ফলে কোনো আলামত সনাক্ত করা যায়নি। রবিবার ফেনী সদর হাসপাতালে আকলিমার প্রাথমিক সুরত হাল রিপোর্ট শেষে বিকেলে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত আকলিমার সাদিয়া আক্তার নামে (৪) বছরের এক কন্যা সন্তান রয়েছে।
ছাগলনাইয়ায় নদী থেকে গৃহবধুর লাশ উদ্ধার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : October, 23, 2016, 2:30 pm
