নিজস্ব প্রতিবেদক» ছাগলনাইয়ায় ইঁদুর নিধন অভিযান-২০১৬ শুরু হয়েছে। বুধবার সকালে সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল অভিযানের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গোলাম রায়হান, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদার উদ্দীন ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জাফর আহমেদ।