ওয়ানডে জয়ের সেঞ্চুরি করলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট»আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ১৪১ রানের বড় জয়ের মাধ্যমে শততম ওয়ানডে জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩১৫তম ওয়ানডে খেলে ১০০তম এই জয় পেলো তারা। প্রথম ওয়ানডে জয়ের পর, জয়ের এই সেঞ্চুরি করতে ৩০ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগারদের।
১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে ক্রিকেটের আন্তর্জাতিক এই ফরমেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। শনিবার (১ অক্টোবর) অক্টোবর আফগানদের বিপক্ষে ৩১৫তম ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে নিজেদের ১০০তম জয় ঘরে তুলেছে টাইগাররা। এর বিপরীতে হেরেছে ২১১টি ম্যাচ। আর কোনো ফলাফল ছাড়া শেষ হয়েছে ৪টি ম্যাচ।
ওয়ানডেতে প্রথম জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ১২ বছর। প্রথম জয় এসেছিল ভারতের মাটিতে ১৯৯৮ সালে। সে সময় হায়দরাবাদে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল তারা।
১০০টি জয়ের মধ্যে সবচেয়ে বেশি জয় রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। অবশ্য তাদের সাথেই বেশি ম্যাচ খেলা পড়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে মোট ৬৭ ম্যাচ খেলেছে টাইগারা। যেখানে জয় পেয়েছে ৩৯টি ম্যাচে, আর হেরেছে ২৮টি ম্যাচে।
এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। তাদের বিপক্ষে টাইগাররা খেলেছে ৩৮ ম্যাচ। যেখানে জয় আছে ৪টিতে, আর হারের সংখ্যা ৩৩টি। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে ৩৫ ম্যাচে বাংলাদেশের জয় আছে ৪টিতে, ভারতের বিপক্ষে ৩২ ম্যাচে জয় রয়েছে ৫টিতে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com