ডেস্ক রিপোর্ট» বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন। পত্র দুটি গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় সাংবাদিকদের এ্যাডভোকেট মৃণাল কান্দি দাস বলেন, ‘জামায়াত ছাড়া সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে আমাদের কাউন্সিলে দাওয়াত দিয়েছি। এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি তারা উপস্থিত থাকবেন।’