সাজাপ্রাপ্ত আসামি কিরিচ বাবুল অস্ত্রসহ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট»১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি কিরিচ বাবুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ । শনিবার সন্ধ্যায় তাকে নগরীর বাকলিয়া মাস্টাররপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ভূমিদস্যুতাসহ ২৭ টি মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৯টি মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী, খুন, চাঁদাবাজী, ভূমিদস্যু এবং ১৭ বছরের সাজাপ্রাপ্ত কিরিচ বাবুলকে গ্রেফতার করা হয়।

এসময় তার বাসা থেকে ৩টি কিরিচ, ৮টি চাপাতি, ৬টি ছোরা, ৩টি নকল পিস্তল, ২টি সেনাবাহিনীর বেল্ট ও ১টি পুলিশের বেল্ট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজী, জবর-দখল, অগ্নিকাণ্ড, দস্যুতা, নাশকতাসহ ৩৯টি মামলা রয়েছে।

গত ২৭ আগস্ট ২০১৬ তারিখে বাকলিয়ার খেজুরতলী এলাকার দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে চাঁদাবাজী করতে গিয়ে জনতার রোষানলে পড়ে পিটুনির শিকার হয় এই সন্ত্রাসী। এ ঘটনার জের ধরে গত ৩১ আগস্ট উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটায় কিরিচ বাবুল।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com