ছাগলনাইয়া থেকে অপহৃত কলেজছাত্রী খুলনা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়া থেকে অপহৃত কলেজ ছাত্রীকে খুলনা থেকে উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। এসআই আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় রামুপাড়া এলাকার এতিমখানা রোড়ের একটি বাসা থেকে রোববার বিকেল ৫টার দিকে তাকে উদ্ধার করে। ওই কলেজ ছাত্রীকে সকাল ১১টায় ছাগলনাইয়া থানায় আনা হয়। গত ১২ জুলাই ঘোপালের দুর্গাপুর গ্রাম থেকে তাকে অপহরণ করা হয়। পুলিশ জানায়, রামু পাড়ার ওই বাসাটিতে অপহরনকারীর মামা ইব্রাহীম মিয়া তার পরিবার নিয়ে থাকতো। এ সময় অপহরনকারী ও আশ্রয়দাতা মামা কেউই বাসায় ছিল না। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীদের আত্মীয়স্বজন তাকে রেখে পালিয়ে যায়।
অপহৃত কলেজ ছাত্রীর মা লুৎফুর নাহার গত ১৬ আগষ্ট ছাগলনাইয়া থানায় অপহরণকারী বাকী মিয়া(৩৬) প্রকাশ মাসুম বিল্লাহকে প্রধান আসামী করে ৩/৪ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণকারী বাকী মিয়া বাগেরহাট জেলার রামপাল থানার নবাবপুর গ্রামের আবু বক্করের ছেলে। সে জীনের বাদশা সেজে দেশের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে সহজ সরল মানুষের আস্তাভাজন হয়ে এ ধরণের অপহরনের ঘটনাগুলি করে থাকে। বিয়ের প্রলোভন দেখিয়ে দেশের নারীদেরকে অপহরণের নাটক সাজায় কিছুদিন পরে তাদেরকে ভারতে বিক্রি করে দেয় বলে জানায় পুলিশ। সে নারী পাচারকারী দলের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।
কলেজ ছাত্রীর মা লুৎফুন নাহার গত ২৮ আগষ্ট ছাগলনাইয়া থানায় ওপেন হাউজ ডের সভায় অপহরণের ঘটনাটি ফেনীর পুলিশ সুপার রেজাউল হককে জানান। পুলিশ সুপার ১সপ্তাহের মধ্যে ওই ছাত্রীকে উদ্ধারের নির্দেশ দেন। তবে পুলিশ মাত্র চারদিনের মাথায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
ওসি রাসেদ খাঁন চৌধুরী জানান, পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তিনি বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারে সক্ষম হন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com