নিজস্ব প্রতিবেদক»দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন প্রদান করেছে ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। শনিবার ছাগলনাইয়া ডাক বাংলোতে ১২জন দুস্থ মহিলাকে সেলাই মেসিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, জাসদের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল বারি, সাধারণ সম্পাদক আবুল কাসেম এলএলবি, ছাগলনাইয়া উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ জাসদের উপজেলা ও পৌরসভার নেতাকর্মীবৃন্দ।
এছাড়া ঘোপালের যুবলীগ কর্মী জুয়েলকে ৫০হাজার টাকা অনুদান প্রদান করা হয়।