৪৯ হাজার টাকায় বাজাজের নতুন বাইক!

অর্থনীতি ডেস্ক»বাংলাদেশি মুদ্রায় মাত্র ৪৯ হাজার টাকায় বাজাজের নতুন বাইক নিয়ে আসা হয়েছে। বাইকটির নাম ‘বাজাজ সিটি ১০০’। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী এ মোটর বাইকের দাম পড়বে মাত্র ৩৯ হাজার ৯১২ রুপি।
“বাজাজ সিটি ১০০” বাংলাদেশি মুদ্রায় যার দাম পড়বে প্রায় ৪৯ হাজার ৪০০টাকা। বাইকটি প্রতি লিটারে চলবে ৯০ কিলোমিটার।

আধুনিক সুবিধাসহ বাইকটিতে রয়েছে পা ও চাবি উভয় প্রক্রিয়ায় স্টার্ট দেওয়ার সুবিধা। এর জ্বালানি ধারণক্ষমতা ১১.৫ লিটার। ৯৯.২৭ সিসির এই বাইকের ইঞ্জিন ৪ স্ট্রোক বিশিষ্ট। বাইকটির ওজন হবে ১০৮ কেজি।

বাইকটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ হবে ৯০ কি.মি।

বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:
REGISTERED & HEAD OFFICE ADDRESS

International Business,

Bajaj Auto Ltd.,

Akurdi, Pune 411035,

India

Telephone: +91 (020) 27472851, +91 (020) 27476151

DISTRIBUTOR ADDRESS

Uttara Motors Ltd.

102, Shahid Tajuddin Ahmed Sarani,

Tejgaon, Dhaka-1208.

Telephone: 880-2-8143715

Email: ugc@ugc-bd.net

Web address:http://www.globalbajaj.com/bangladesh/english/riders/reviews/ct/ct-100/

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com