নিজস্ব প্রতিবেদক» ৫শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ফেনীস্থ র্যাব ৭ এর সদস্যরা। আটকরা হলো, চট্টগ্রামের জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী গ্রামের আবুল বশরের ছেলে আবুল হোসেন (৪০) ও চট্টগ্রামের সাতকানিয়া থানার ধর্মপুর গ্রামের সিরাজের ছেলে রিয়াজ (২৭)।
শনিবার রাত পৌনে এগারোটার দিকে চট্টগ্রামের হালিশহর থানার বন্দর পোর্ট কানেকটিং রোড থেকে তাদের আটক করা হয়।
উদ্ধার করা ফেন্সিডিলের মূল্য ২লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
আটকদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।