সৌদিয়া এয়ারলাইন্সে বিনা অভিজ্ঞতায় চাকরি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক

জাগো ফেনী জবস»বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সৌদিয়া এয়ারলাইন্স জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিমেল ফ্লাইং অ্যাটেনডেন্ট পদে নারীদের নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কাজে ছয় মাসের অভিজ্ঞতা থাকলে ৩৬ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের কাঁধের উচ্চতা ন্যূনতম ২১২ সেন্টিমিটার হতে হবে। এ ছাড়া ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা recruitment.dhaka@zakagroup.com ইমেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন করা যাবে ৬ অক্টোবর, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com