শতভাগ বিদ্যুতায়ন হলো সোনাগাজী পৌরসভায়

নিজস্ব প্রতিবেদক»বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোনাগাজী পৌরসভায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। ৩০ সেপ্টম্বর শুক্রবার সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী ২০১৭ সালের মধ্যে সোনাগাজী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের দাবির প্রেক্ষিতে তিনি সোনাগাজী পৌর এলাকায় ভিআইপি লাইন চালু করার ঘোষণা দেন। এছাড়া সড়ক বাতির জন্য বিদ্যুত সংযোগের ঘোষণা দেন। মসজিদ, মন্দির ও ঝুঁকিপূর্ণ ভাবে বসত ঘরের উপর দিয়ে সঞ্চালিত বিদ্যুত লাইন দ্রুত সময়ের মধ্যে অপসারণের নির্দেশ দেন তিনি। বিদ্যুত খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সারা দেশে ১২ লাখ গ্রাহকের মাঝে নতুন সংযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে আর বিদ্যুত খুঁজতে হবেনা। বিদ্যুত আপনাদেরকে খুঁজবে। সন্ধ্যার সময় সোনাগাজীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
ফেনী পল্লী বিদ্যুত সমিতির সভাপতি মো. ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মহি উদ্দিন মোশায়েদ উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান খান, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জিএম মো. মিজানুর রহমান, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির পরিচালক মাস্টার শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে অারো বক্তব্য রাখন, কাউন্সিলর নুর নবী লিটন, শেখ আবদুল হালিম মামুন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন এবং বিআরডিবি’র চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমূখ। ৩ কোটি ১০ লাখ ৩০ হাজার ৫’শ টাকা ব্যয়ে ১২২টি স্পটে ৯৭০ জন গ্রাহকের মাঝে প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘ্য নতুন বিদ্যুত সংযোগের মাধ্যমে সোনাগাজী পৌর এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com