জাবেদ হোসাইন মামুন»শুক্রবার বিকালে সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম বাখরিয়া সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোস্তফার সভাপতিত্বে ও স্থানীয় সমাজ সেবক মো. মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মনিহার বেগম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মামুন, মানবাধিকার নেতা কাজী মিজানুর রহমান মিস্টার, সমাজ সেবক কফিল উদ্দিন, মো. ইসমাইল হোসেন, প্রকৌশলী দীলিপ নাথ, মো. সেলিম মিয়া এবং ভোলা মিয়া প্রমূখ। ২৭ লাখ টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে ১ কিলোমিটার দৈর্ঘ্য মধ্যম বাখরিয়া সড়কের সংস্কার কাজ করা হয়। এসময় মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, ২০১৭ সালের মধ্যে সোনাগাজী পৌরসভায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে এবং তিন বছরের মধ্যে পৌর এলাকার সকল সড়ক সংস্কার করা হবে। এছাড়া পৌর এলাকার প্রতিটি বাড়ির রাস্তা পাকা করে দেয়া হবে।
সোনাগাজীর মধ্যম বাখরিয়া সড়কের সংস্কার কাজের উদ্বোধন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 9, 2016, 3:54 pm