সোনাগাজীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন মেয়র খোকন

জাবেদ হোসাইন মামুন»সোনাগাজী পৌরসভার ১, ৪ ও ৫ নং ওয়ার্ডের প্রাণ কেন্দ্রে অবস্থিত দীর্ঘ দিনের অবহেলিত মধ্যম বাখরিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। ২০১৬-১৭ অর্থ বছরে সোনাগাজী পৌরসভার অর্থায়নে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে সিসি ঢালাইয়ের মাধ্যমে উক্ত সড়কটি সংস্কার করা হবে। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঠিকাদার মোকসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঠিকাদার মো. মোস্তফা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মামুন, প্রকৌশলী দীলিপ চন্দ্র নাথ, আবু বক্কর, মো. ইসমাইল, কফিল উদ্দিন এবং আবু সুফিয়ান প্রমূখ। এসময় মোনাজাত পরিচালনা করেন, স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাও. মো. ওমর ফারুক প্রমূখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com