নিজস্ব প্রতিবেদক»সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় স্থানীয় মহিলা মেম্বার ফেরদৌস নিপার পরিবারের উপর হামলা চালিয়েছে যুবলীগ সেক্রেটারির নেতৃত্বে একদল সন্ত্রাসী।
নিপা জানান, পুর্ব শত্রুতার জেরে শুক্রবার সকাল ৯ টায় জাহাঙ্গীর তার সহযোগীদের নিয়ে তাদের বাড়ীর সামনে রাস্তায় তার ছেলে রুবেল (২৫) এর ওপর গুলি ছোঁড়ে। ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে তার স্বামী লাতু মিয়াকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। গুরুতর অাহত অবস্থায় তাদেরকে সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অাত্নচিৎকারে স্থানীয়রা বেরিয়ে এসে জাহাঙ্গীরের কাছ থেকে অস্ত্রটি (শর্ট বন্দুক ) উদ্ধার করে। তিনি অারো জানান, পুলিশকে অবহিত করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
জাহাঙ্গীর ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও, সরকার বাড়ীর জয়নাল অাবদীনের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওমর ফারুকের ভাগিনা।
জাহাঙ্গীরের বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। একই অস্ত্র দিয়ে এর অাগে গত সাপ্তাহে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি সোহাগ খায়েরকে গুলি করেছিল। ওই ঘটনায় ফারুককে প্রধান অাসামি করে মামলা হয়েছিল।সোনাগাজী মডেল থানার ওসি(তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করেছে