জাবেদ হোসাইন মামুন»সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকা থেকে রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ডাকাতকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
আটক ডাকাতরা হলেন, চরসোনাপুর গ্রামের হামিদ আলী মাঝি বাড়ির বেলায়েত হোসেনের ছেলে দেলোয়ার হোসেন পমেল(২৫), আবুল কালাম মেম্বারের বাড়ির আবু তাহেরের ছেলে আবু তৈয়ব সোহাগ (২৫), খালেকের নতুন বাড়ির আবদুল খালেকের ছেলে মোশারফ হোসেন সোহেল (২৭) এবং ধানু হাজী বাড়ির মজিবুল হকের ছেলে আলা উদ্দিন (২৫)। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ এবং ২টি রামদা উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাগাজী মুহুরী প্রজেক্ট সড়কে মাছের গাড়ি ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে এসআই নাজমুল হোসেন বাদি হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৪ ডাকাত গ্রেপ্তার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 18, 2016, 6:58 pm