নিজস্ব প্রতিবেদক»সোনাগাজী উপজেলা অা’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল হক কচি স্মরণে ফুটবল টুর্নামেন্টের অায়োজন করে মানু মিয়ার বাজারস্থ সুর্য তরুণ সংঘ।
মঙ্গলবার বিকালে মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুৃষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাবেক সভাপতি জেড.এম কামরুল অানাম।
ক্লাবের সভাপতি মোহাম্মদ জাপর উল্যাহ মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও অামিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল অালম জহির, মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, উপজেলা বিঅারডিবির চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন এবং যুগ্ন সাধারণ সম্পাদক দিদার হোসেন । উদ্বোধন শেষে স্বরাজপুর একাদশ বনাম অাহম্মদপুর একাদশের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহন করে বলে জানায় সভাপতি জাপর উল্যাহ।প্রসঙ্গত, ১৬ এপ্রিল রাতে হৃদরোগে অাক্রান্ত হয়ে পরলোক গমন করেন জাহেদুল হক কচি।
সোনাগাজীতে কচি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 20, 2016, 5:49 pm