খেলা ডেস্ক»বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে নামিয়ে দেয়ার পর ফেরার পথে শুক্রবার সকালে পর্যটকবাহী একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম শাহ আলম। খবর বিবিসি বাংলার।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, সাকিব বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সকালে এই হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের ইনানিতে যান।
সাকিব সেখানে নিরাপদেই পৌঁছান। তাঁকে নামিয়ে দেয়ার পর পরই সেখান থেকে কয়েকজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফেরার জন্য উড়াল দিলে সৈকতেই বিধ্বস্ত হয়।
আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ বলেছে, হেলিকপ্টারটির পাইলট গুরুতর আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় আনা হয়েছে।
সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 16, 2016, 1:07 pm