সাংবাদিক সাহেদের মৃত্যুতে শিরীন আখতার এমপির শোক

নিজস্ব প্রতিবেদক»ছাগলনাইয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কামরুজ্জামান সাহেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফেনী- ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। ছাগলনাইয়া প্রেসক্লাবকে পাঠানো শোক বার্তায় তিনি মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও জনশক্তি ও শ্রম মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব আবদুর রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বি.এ, চ্যানেল আইর জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সকল সদস্য বৃন্দ, সুজনের উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ,কবি নজরুল কালচারাল একাডেমীর সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com