এ সময় মরহুমের জীবনীর উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন জনশক্তি ও শ্রম মন্ত্রলালয়ের সাবেক যুগ্ম সচিব আবদুর রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, ভাইস-চেয়ারম্যান আবু আহাম্মদ ভূঞা, বিশিষ্ট ব্যবসায়ী আবু আহাম্মদ মজুমদার, চ্যানেল আইর জেলা প্রতিনিধি রবিউল হক রবি, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, ব্যবসায়ী আবদুল কাদের মিয়াজী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বি.এ, ইউপি চেয়ারম্যান রবিউল চৌধুরী মাহাবুব, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালাম। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাংবাদিক সাহেদ নিজবাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। তিনি সাপ্তাহিক ফেনী খবর ও ছাগলনাইয়া ডট কমের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাহেদ পশ্চিম ছাগলনাইয়া গ্রামের মরহুম আবদুল মোমিন মেম্বারের নাতি ও সাহাব মিয়ার বড় ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।