সবাইকে বাধ্যতামূলক কর দিতে হবে : মুহিত

ডেস্ক রিপোর্ট»সবাইকে বাধ্যতামূলক কর দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘পে-রোল ট্যাক্স ও করনেট সম্প্রসারণ’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

কর্মশালাটিতে সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, সবার ওপর করারোপ করা উচিত। সুশীল সমাজ থেকে শুরু করে এ বিষয়ে সবার কথা বলা উচিত।

অর্থমন্ত্রী বলেন, সবাইকে বাধ্যতামূলক কর দিতে হবে। সেটি ন্যূনতম পাঁচ টাকা হতে পারে। সমযের সঙ্গে তালমিলিয়ে সবার উপর করারোপ করা হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কম্পটোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার মো. আলমগীর হোসেন। এ ছাড়া পে-রোল ট্যাক্সের ওপর আলোচনা করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

।। দি রিপোর্ট

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com