ডেস্ক রিপোর্ট»কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে সহস্রাধিক মুসল্লির অংশ গ্রহণে ইদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় কঠোর নিরাপত্তার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে শোলাকিয়ায় ঈদুল আজহার ১৮৯তম জামায়াত অনুষ্ঠিত হয়।
জামায়াত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এবারই শোলাকিয়ায় অন্য যে কোনো বছরের চেয়ে ঈদের নামাজে মুসল্লির সংখ্যা ছিল অনেক কম।
গত ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদগাহের প্রায় এক কিলোমিটিার দূরে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবং রাত থেকে একাধারে ভারি বৃষ্টির কারণে এবার এখানে ঈদের জামায়াতে লোক সমাগম হয়নি বলে ঈদগা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অথচ এবারের ঈদের জামায়াতে মুসল্লিদের চেয়ে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের সংখ্যাধিক্য ছিল অনেক বেশি।
তিন স্তরের নিরাপত্তাবলয়ের মধ্যে এবারই প্রথমবারের মতো দায়িত্ব পালন করে তিন প্লাটুন বিজিবি।
এ ছাড়া পুলিশ বাহিনীর সহস্রাধিক সদস্য মাঠ ও এর আশপাশে বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করে সাদা পোশাকে।
পাশাপাশি র্যাব ও এপিবিএনের সদস্যরাও বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করে দায়িত্ব পালন করে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মো. আজিমুদ্দিন বিশ্বাস জানান, কোরবানির আনুষ্ঠানিকতার ব্যস্ততার কারণে ঈদুল আজহায় এমনিতে মুসল্লির উপস্থিতি কম হলেও প্রবল বৃষ্টিপাতের কারণে আরও কম হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান জানান, গত ঈদুল ফিতরের দিনে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এবারের ঈদুল আজহার জামায়াতকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখাকেই গুরুত্ব দেয়া হয়েছে সবচেয়ে বেশি।
তাই শোলাকিয়া মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছিল তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
সূত্রঃ যুগান্তর