সংবাদ বিজ্ঞপ্তি»রোটারিয়ানরা সারাবিশ্বে জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। সেপ্টেম্বর মাস রোটারী ইন্টারন্যাশনাল ঘোষিত মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা কার্যক্রম প্রসারের মাস। তৃতীয় ধাপে আজও রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব ফেনী পৌর এলাকার মিজান রোডস্থ বুদ্ধি প্রতিবন্ধী এবং অটিস্টিক স্কুেলর সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী – স্কুল ব্যাগ, খাতা, কলম ইত্যাদি বিতরণ করেছে। বিগত রোটাবর্ষের চারটি উপজেলার চারটি স্কুলে অনুরূপ শিক্ষা উপকরণ বিতরণ করেছে। অতিথি হিসাবে এরিয়া এসিস্ট্যান্ট গভর্নর রোটাঃ পিপি জালাল উদ্দিন বাবলু ও ফেনী সেন্ট্রালের রোটাঃ পিপি শাহীন হায়দার এ সময় উপস্থিত ছিলেন। ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ সাইদুল মিল্লাত মুক্তা, চার্টার প্রেসিডেন্ট রোটাঃ আবদুল আউয়াল সবুজ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ হানিফ মজুমদার মিন্টু, প্রোগ্রাম চেয়ার রোটাঃ ইমন উল হক, রোটাঃ সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, রোটাঃ বলরাম দেবনাথ, রোটার্যাক্ট ক্লাব এর প্রেসিডেন্ট রোঃ এ এন এম মাখজাম হায়দার মিরাজ ও সেক্রেটারী রোঃ আলা উদ্দিন আহমদ রায়হান বিতরণ কার্যক্রমে অংশ নেন। স্কুলের প্রধান শিক্ষক নূর জাহান বেগম সহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান।
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অব্যাহত
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 28, 2016, 3:29 pm