রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র শিক্ষা সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি»এ বছর সেপ্টেম্বর মাস রোটারী ইন্টারন্যাশনাল ঘোষিত “বেসিক এডুকেশন এন্ড লিটারেসী – মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা” এর মাস। সারা বিশ্বের রোটারী ক্লাব সমূহ এ মাসে বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রোগ্রাম করে থাকে। স্থানীয় পর্যায়ে সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে মাসটির কার্যক্রম সীমাবদ্ধ না রেখে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব দরিদ্র, সুবিধাবঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার ইত্যাদি শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে।

প্রথম দফায় বৃহস্পতিবার ফেনীর রামপুর এলাকায় প্রিমিয়ার পাবলিক স্কুল এ শিক্ষা উপকরণ বিতরণ করেছে। উক্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ কামরুল ইসলাম ও শিক্ষক বৃন্দ, স্কুল ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রেসিডেন্ট রোটা: সাইদুল মিল্লাত মুক্তা, চার্টার সেক্রেটারী রোটা: মহিম উদ্দিন পৃথিবী, সার্জেন্ট রোটা: মনিরুল ইসলাম, রোটা: ডাঃ বেলায়েত হোসেন, রোটা: বলরাম দেবনাথ, প্রোগ্রাম চেয়ারম্যান রোটা: ইমন উল হক, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট রো: আরাফাত উল মিল্লাত দিপুল, সভাপতি রো: মাখজাম হায়দার মিরাজ এ সময় উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট তার বক্তব্যে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের জনকল্যাণে কাজ করার অনুরোধ জানিয়ে নিজ এলাকায় প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে নূন্যতম একজন দরিদ্র/ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর এক বছরের শিক্ষা ব্যয় বহন করার অনুরোধ জানান। আগামী শনিবার ফেনী গোডাউন কোয়ার্টার এলাকায় শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করবে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com