নিজস্ব প্রতিবেদক» ‘জঙ্গী ও সন্ত্রাসে পুরো বাংলাদেশ জর্জরিত। কেন আমাদেরকে লেখা পড়া বাদ দিয়ে জঙ্গীবাদ সন্ত্রাস নিয়ে সমাবেশ করতে হচ্ছে। ইসলামের নামে, আল্লাহর নামে, রাসূলের নামে, বিবি ফাতেমার নামে ও কিয়ামতের ভয় দেখিয়ে আমাদের মেয়েদের ভীতু বানিয়ে দিচছে জঙ্গীরা।
যুদ্ধ করেছি আমরা দেশ স্বাধীন করেছি আমরা। আমাদের মেয়েদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফুলগাজীতে কোন মেয়ের গায়ে হাত দিলে ইভটিজিং করলে এর প্রতিবাদ মেয়েরাই করবে। আমরা সাথে আছি।’ ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার শনিবার ফুলগাজী মহিলা কলেজে জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহিলা কলেজের প্রভাষক আল মাসুদের পরিচালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিস কুমার লদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, ভাইস চেয়ারম্যান অনিল বনিক,ওসি এম এ মুর্শেদ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য রুহুল আমিন , উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল জাসদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো সেলিম, ছাত্র লীগ সভাপতি আবুবক্কর ছিদ্দিক দিদার, সাধারণ সম্পাদক মো শামীম।
পরে শিরীন আখতার এমপি ফুলগাজী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় জি এম হাট উচ্চ বিদ্যালয় ও আমজাদহাট খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।