মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ জাতীয়করনের দাবীতে মানববন্ধন

কবির আহমেদ নাছির» ফুলগাজীর ১১০ বছরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ জাতীয়করনের দাবীতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার সকালে মুন্সীরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে আলী আজম স্কুল
এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার,ফুলগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাষ্টার নুরুন্নবী,ফেনী রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক
যতন মজুমদার, ফেনী সমাচার সম্পাদক মোঃ মুহিববুল্লাহ ফরহাদ,ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাসির, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন সাইদ ম্যানেজিং কমিটির সদস্য কাজী গিয়াস উদ্দিন মিন্টু,সলিম উদ্দিন মেম্বার,ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক দিদার,দৈনিক সমকালের ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী- পেশার লোকজন অংশ নেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com