মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত

নিজস্ব প্রতিবেদক» মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৪সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বটতাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হন। তাদের মধ্যে তিনজন বাসের যাত্রী। বাকি দুজনের একজন বাসের চালকের সহকারী ও আরেকজন কাভার্ড ভ্যানের চালকের সহকারী। তাদের পরিচয় জানা যায়নি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়কে মীরসরাই ফিলিং স্টেশনটির সামনে বাসটি ছিল। ওই ফিলিং স্টেশনটি নতুন এবং এর আশপাশটা এখনো কাঁচা। এতে বৃষ্টিতে কাদা জমেছে। এই কাদায় বাসের চাকা আটকে যায়। ওই বাস থেকে যাত্রীদের আরেকটি বাসে সরিয়ে নেয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে যাত্রীবাহী একটি কাভার্ড ভ্যান এসে বাসে ধাক্কা দেয়।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা মো. ফখরুদ্দীন বলেন, “মীরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।”

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com