মিথ্যা মামলায় নেতা-কর্মীরা গ্রেপ্তার: ফখরুল

ডেস্ক রিপোর্ট»বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সরকারের আমলে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে নেতা-কর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে।”

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ফখরুল এ অভিযোগ করেন।

ফেনী জেলাধীন সদর থানার ফরহাদ নগর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মাহবুবুল হক মাহবুব এবং পাবনা জেলা ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সেক্রেটারি ডা: আহমেদ মোস্তফা নোমানকে গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, “ফেনী জেলার সদর থানার স্বেচ্ছাসেবক দল নেতা সাইদুর রহমান মিলন, মাহবুবুল হক মাহবুব এবং পাবনা জেলা ড্যাব এর সেক্রেটারী ডা: আহমেদ মোস্তফা নোমানকে গ্রেপ্তার বিরোধী দলের নেতাকর্মীদের ঘায়েল করতে সরকারের ধারাবাহিক জুলুম নির্যাতন ছাড়া কিছু নয়।”

অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com