গত ৩১ আগস্ট ২০১৬ রোজ বুধবার, কলেজ রোডস্থ বাংলালিংক পয়েন্টের পুর্ব পাশে মামার চায়ের দোকানে প্রতিদিনের মতো সেদিনও সাহেদ ভাইয়ের সাথে দেখা হলো।
দু’জনেই নাস্তা করছি। হঠাৎ, সাহেদ ভাই আমাকে বললেন, ১৯৯৫ সাল থেকে বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছি যদিও মাঝে কিছু দিন এ লাইনে ছিলামনা। ছাগলনাইয়ার সাংবাদিকেরা নিজেদেরকে অনেক বড় ভাবে। অন্যকে মূল্যায়ন করতে শিখেনি। শুধু নিজের চিন্তা করে।
আজ মামার চায়ের দোকানে বসা মাত্রই মনে পড়লো প্রয়াত সাহেদ ভাইয়ের কথা। সাহেদ ভাই কার সাথে কেমন ছিলেন তা আমার জানা নেই কিন্তু আমার সাথে এমন সম্মান দিয়ে কথা বলতো মনে হইতো আমি ওনার বয়সে বড়। প্রেসক্লাব নিয়ে সাহেদ ভাই অনেক দুঃখ প্রকাশ করতেন। আজ আপনার জন্য কি আর করব! আল্লাহ যেন আপনাকে বেহেস্তিদের কাতারে রাখেন। আমীন
মামার চা দোকানের আড্ডা
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 4, 2016, 9:07 am