ডেস্ক রিপোর্ট» মোবাইল চুরির অভিযোগে মেহেদী হাসান (১৩) নামে এক কিশোরকে নির্যাতনের দুই দিন পর শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত কামরুল বেপারীকে সন্ধ্যায় কুতুবপুর থেকে আটক করা হয়।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার কুতুবপুর থেকে তাকে উদ্ধার করা হয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, মোবাইল চুরির অভিযোগ এনে শিবচর উপজেলার কুতুবপুরের কামরুল বেপারী একই এলাকার মনোয়ার খানের ছেলে মেহেদীকে শনিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর কামরুলের বাড়ির উঠানে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে মেহেদীকে শাররিক নির্যাতন করা হয়। কামরুল এলাকায় প্রভাবশালী হওয়ায় বিষয়টি পুলিশকে জানাতে ভয় পায় মেহেদীর পরিবার। পরে এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রবিবার বিকেলে শিকল বাঁধা অবস্থায় মেহেদীকে উদ্ধার করে।
উদ্ধারের পর চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেহেদীকে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া তাহসিন মুনমুন জানান, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এবার কিশোরকে শিকলে বেঁধে নির্যাতন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 25, 2016, 5:56 pm