সংবাদ বিজ্ঞপ্তি»বুধবার সন্ধ্যায় ফেনী জেলার অন্তর্গত মহামায়া গণ পাঠাগারে যুব উন্নয়ন অধিদপ্তরাধীণ টেকাব শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় কম্পিউটার ও নেটওর্য়াকিং কোর্সে ১ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স সনদ বিতরণ অনুষ্ঠান ও কবিতা আবৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
এতে ৪০জন যুবক-যুবতী যাদের বয়স সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে এই প্রশিক্ষণ অংশগ্রহণ নির্ধারণ করা হয়। গতকাল মহামায়া গণ পাঠাগারে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ্ হোসেন বাদশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাষ্টার আবুল কালাম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহামায়া গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মজিদ জুটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহামায়া গণ পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ্ ইবনে মনির বাবু।
১ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষক হিসাবে দায়িত্বপালন করেন চাঁদগাজী কম্পিউটার ডট কমের প্রশিক্ষকবৃন্দ। এই প্রশিক্ষণ ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সাড়া জাগে বিশেষ করে গ্রাম্য অবাঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে।
প্রসঙ্গত, ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত মহামায়া ইউনিয়নে অবস্থিত পাঠাগারটি। উক্ত পাঠাগারটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
মহামায়া গণ পাঠাগারে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 22, 2016, 6:07 pm