ডেস্ক রিপোর্ট»সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারব এমন আশ্বাস দিচ্ছি না। তবে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘এবার ঈদে যানজট নিরসনে ও মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে আনসার, রোভারস্কাউট ও কমিউনিটি পুলিশ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন,খোঁজ খবর নিচ্ছেন।
গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালসংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘উল্টো রাস্তা ব্যবহার যানজটের অন্যতম কারণ। এ কারণে উল্টো রাস্তা বন্ধে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী, এমপি যেই উল্টো রাস্তা ব্যবহার করবে তাদের সবাইকে মামলা দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আসন্ন ঈদুল আজহা আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ ঈদুল আজহার সময় সড়কের পাশে কোরবানির পশুর হাট বসে। মহাসড়ক দিয়ে ফিটনেসবিহীন পশুবাহী ট্রাক চলাচল করে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ কারণে এবার যেন হাইওয়ের পাশে পশুর হাট না বসে তার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবউদ্দীন খান, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।
সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৩৪ মিটার দীর্ঘ আন্ডারপাসটি চলতি বছরের ২৬ জানুয়ারি নির্মাণ কাজ শুরু হয়। এটি দিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের রোগীরা সড়ক পারপার হতে পারবে।
‘মন্ত্রী,এমপি যেই উল্টো রাস্তা ব্যবহার করবে তাদের সবাইকে মামলা দেওয়া হবে’
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 9, 2016, 9:44 am