‘মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী রসিকতার প্রয়োজন নেই’

ডেস্ক রিপোর্ট»পাঁচবছর পূর্ণ হওয়ার আগে মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী একটি রসিকতা করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বান্দরবান স্থানীয় সার্কিট হাউজে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সুধীসমাজের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে নির্বাচিত একটি সংসদ চলমান আছে। আমরা আওয়ামী লীগই এক-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে আছি। এ মুহূর্তে একটি নির্বাচন হওয়া প্রয়োজন আছে বলে দেশের জনগণ মনে করে না। নির্বাচনের দাবিতে কোথাও একটি মিছিলও দেখিনি। মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী একটি রসিকতা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
এ সময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিব কুমার রায় প্রমুখ।

।।দি রিপোর্ট

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com