শিক্ষা ডেস্ক»বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সরকারের আরোপ করা ১৫ শতাংশ আয়কর আরোপ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
৫টি বিশ্ববিদ্যালয়ের ২৫টি রিট আবেদন শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ সোমবার (৫ সেপ্টেম্বর)এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটের পক্ষের আইনজীবী ব্যরিস্টার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এর আগে সরকার ২০০৭ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১৫ শতাংশ আয়কর আরোপ করে।
সে প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে আদালত এই রায় দেন।
।।দি রিপোর্ট