বুধবার হজে যাচ্ছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট»পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (০৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় হযরত শাহজালাল (র.)আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করবেন তিনি।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে থাকছেন চেয়ারপারসনের একান্ত সহকারী আবদুস সাত্তার ও মধ্য প্রাচ্য বিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী। এ ছাড়া গৃহকর্মী ফাতেমা বেগমকেও সঙ্গে নিচ্ছেন খালেদা জিয়া।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com