খেলা ডেস্ক» বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। সবকিছু ঠিক থাকলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। ইতোমধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত করেছে টুর্নামেন্টের দেশি ও বিদেশি ক্রিকেটারদের তালিকা।
প্লেয়ার্স ড্রাফটের আগেই টুর্নামেন্টের ৭টি দল ৩১ জন বিদেশি খেলোয়াড়কে চূড়ান্ত করে ফেলেছে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের আগেই দল পেয়েছেন আফগানিস্তানের ২ জন, ইংল্যান্ডের ৫ জন, পাকিস্তানের ৮ জন, শ্রীলঙ্কার ৯ জন ও ওয়েস্ট ইন্ডিজের ৭ জন বিদেশি ক্রিকেটার। তাদের পারিশ্রমিক অবশ্য প্রকাশ করেনি বিসিবি। এছাড়া ড্রাফটে তোলা হবে ১৬৮ বিদেশি ক্রিকেটারের নাম।
ড্রাফটের আগে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। বরিশাল-ঢাকা-বরিশাল হয়ে এবার তিনি খেলবেন চিটাগং ভাইকিংসের হয়ে। সঙ্গে থাকছেন গত বছরের চ্যাম্পিয়ন দল কুমিল্লার হয়ে খেলা শোয়েব মালিককে।
অন্যদিকে আগের ঠিকানায় আছেন কুমারা সাঙ্গাকারা। ঢাকা ডিনামাইটসে বন্ধু মাহেলা জয়াবর্ধনেসহ সাঙ্গাকারার সতীর্থরা হচ্ছেন ডোয়াইন স্মিথ, এভিন লুইস ও আন্দ্রে রাসেল। চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত করেছে গত বছর খেলা নুয়ান কুলাসেকেরা, আশার জাইদি, থিসেরা পেরেরা, সোহেল তানভীর ও ইমাদ ওয়াসিমকে। শহীদ আফ্রিদি খেলবেন রংপুরের হয়ে।
ইতোমধ্যেই ৭টি দলের নিশ্চিত করা বিদেশি ক্রিকেটারদের তালিকা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: সোহেল তানভীর (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), আশার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।
খুলনা টাইটানস: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়েসেলস (ইংল্যান্ড), বিনি হাওয়েল (ইংল্যান্ড) ও মোহাম্মদ আজগর (পাকিস্তান)।
বরিশাল বুলস: দিলশান মুনাবীরা (শ্রীলঙ্কা)
চিটাগাং ভাইকিংস: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী, (আফগানিস্তান)।
ঢাকা ডিনামাইটস: কুমারা সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), মাহেলা জয়াবর্ধনে, (শ্রীলঙ্কা) আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস(ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড)।
রাজশাহী: ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সামি (পাকিস্তান)।
রংপুর রাইডার্স: শহীদ আফ্রিদি (পাকিস্তান), শারজিল খান (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), দাসুন শানাকা (শ্রীলংকা), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), গিডরন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড)।