খেলা ডেস্ক»তাসকিন-সাকিবের কৌশলী বোলিংয়ে শেষ মুহূর্তে এসেআফগানিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রবিবার (২৫ সেপ্টেম্বর) সফরকারীদের মাশরাফিরা হারিয়েছে ৭ রানে। শেষ মুহূর্তে এসে দুর্দান্ত বোলিংয়ে জয়ে ভূমিকা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ। তিনি একাই তুলে নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া বল হাতে১০ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট ও ব্যাট হাতে ৪০ বলে ৪৮ রানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সাকিব আল হাসান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাশরাফিরা সংগ্রহ করে ২৬৫ রান। জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যে এখন ব্যাট করতে নেমে শেষ বলেই শেষ উইকেট হারিয়ে ৭ রানে পরাজিত হয় আফগানরা।
আফগান ইনিংসের শুরুতে এদিন বেশ শক্ত জুটি গড়েছিল দুই ওপেনার শাবিদ নূরী ও মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটি ভাঙতে বেশ বেগ পেতে হয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সদ্য নিষেধাজ্ঞা কাটানো পেসার তাসকিন আহমেদকে। অবশ্য এর মধ্যে বেশ কিছু ক্যাচ মিস করে সহজ জয়ের সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। তারপরও এদিন উইকেট পেতে খুব বেশি দেরি করতে হয়নি বাংলাদেশকে। সপ্তম ওভারের সময় অধিনায়ক মাশরাফিই প্রথম হানা দেন আফগান শিবিরে। তুলে ওপেনার শেহজাদের উইকেট। আউট হওয়ার আগের বলেই মাশরাফিকে ছক্কা হাঁকিয়েছিলেন এই আফগান ওপেনার। সাজঘরে ফেরার আগে তিনি করেন ৩১ রান। এরপরের ওভারে নিজের প্রথম ওভার করতে এসে তৃতীয় বলে আফগানদের দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব আল হাসান। আফগান ওপেনারশাবিদ নূরীকে আউট করার মধ্য দিয়ে জাতীয় দলের বাইরে থাকা আব্দুর রাজ্জাকের২০৭ উইকেট ছুঁয়ে ফেলেছেন সাকিব।
মাঝপথে মাশরাফিদের কপালে ভাজ ফেলেন অনডাউনে নামা দুই ব্যাটসম্যানরহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদি। শতাধিক রানের জুটি গড়েআফগানদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন এ দুই ব্যাটসম্যান। আফগানদের দলীয় ১৯০ রানের সময় ৭১ রান করারহমত শাহ’র উইকেট তুলে নিয়ে দীর্ঘ সময়ের উইকেট খরা কাটান সাকিব। সেই সাথে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডও গড়ে ফেলেন তিনি। এরপরই মূলত পতনের পথে ধাবিত হয় আফগানরা। ৭২ রান করা জুটি বাঁধা অপর ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদিকে বিদায় করেন তাইজুল। এরপর মোহাম্মদ নবীর ৩০ রান ছাড়া আর কেউই সুবিধা করতে পারেনি সাকিব-তাসকিনের কৌশলী বোলিংয়ের কাছে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৫৮ রানে গুটিয়ে যায় আফগান শিবির। ফলে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয় পায় বাংলাদেশ।
স্বাগতিকদের পক্ষে ৮ ওভার বল করে ৫৯ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া মাশরাফি ও সাকিব নিয়েছেন ২টি করে উইকেট। আর তাইজুল ও রুবেল নিয়েছেন ১টি করে উইকেট।
এর আগে দুপুরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ১ রানে বিদায় নিয়েছিলেন ওপেনার সৌম্য সরকার। তবে সৌমের বিদায়ের প্রথম ধাক্কাটা তামিম-ইমরুলের জুটিতে বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। তামিমের হাফ সেঞ্চুরিতে শতকও পেরিয়েছিল বাংলাদেশ। কিন্তু নিজের সেঞ্চুরি পূর্ণ করার আগেই ব্যাক্তিগত ৮০ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন তামিম। শেষ পর্যন্ত দলের পক্ষে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। ফিরে যাওয়ার আগে ৯৪ বলে ৯ চারের সাহায্যে তিনি সংগ্রহ করেন ৮০ রান। দ্বিতীয় সর্বেোচ্চ এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৭৪ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৬২ রান করেছেন তিনি। এ ছাড়া সাকিব আল হাসান করেছেন ৪০ বলে ৪৮ রান, ইমরুল কায়েস ৩৭ ও তাইজুল ইসলাম করেছেন ১১ রান।
আফগান বোলারদের মধ্যে দৌলত জাদরান ৭৩ রানের বিনিময়ে নিয়েছে ৪টি উইকেট। এ ছাড়া মোহাম্মদ নবী ও রাশিদ খান নিয়েছেন ২টি করে উইকেট।
উল্লেখ্য, প্রায় দশ মাস পর একদিনের কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে বাংলাদেশ। সবশেষ গেল বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে দারুণ একটি বছর পার করেছিল মাশরাফিরা।
বাংলাদেশের রোমাঞ্চকর জয়
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 25, 2016, 5:39 pm