ফেনী TravelloPedia’র দুইদিনব্যাপী আনন্দ ভ্রমণ

প্রেস বিজ্ঞপ্তি»পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেনী TravelloPedia’র আয়োজনে দুইদিনব্যাপী আনন্দ ভ্রমন অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে।ঈদুল আযহার পরদিন ১৪ সেপ্টেম্বর সকাল ৮ টায় ফেনীর মহিপাল থেকে পার্বত্য খাগড়াছড়ি ও রাংগামাটির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফেনী TravelloPedia’র সদস্যরা।এসময় খাগড়াছড়ির হাদাছড়ী ঝরনা,রাংগামাটি জেলাধীন সমতল ভুমি থেকে প্রায় ৩ হাজার ফুট উপরে পাহাড় ও মেঘাবৃত সাজেকসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে TravelloPedia’র সদস্যরা।এতে ফেনী TravelloPedia’র চেয়ারম্যান ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড’র এজিএম(আইটি) মাহমুদুল হাসান,ভাইস চেয়ারম্যান ও ফেনী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট’র লেকচারার দিদারুল আলম,ট্রুর কো- অর্ডিনেটর ও সাংবাদিক মাঈন উদ্দিন পাটোয়ারী,ট্রুর (অর্থ) ম্যানেজার আরিফুল ইসলাম,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’র উপ-সহকারী প্রকৌশলী বেলাল হোসেন,ফেনী আইডিয়াল পলিটেকনিক ইন্সটিটিউট’র লেকচারার আলাউদ্দিন,
মাস্টার্স ফলপ্রার্থী সাইদুল হক রিংকু , বিশ্বব্যাংক বাংলাদেশের প্রজেক্ট এসিটি আব্দুল আলিম জাহিদ,ফেনী ডেফোডিল স্কুল এন্ড কলেজের শিক্ষক জিয়াউল হক আরিফ ও বিশিষ্ট ব্যবসায়ী সুমন মজুমদার অংশ নেয়।১৫ সেপ্টেম্বর রাতে ভ্রমন শেষ করে ফেনীতে ফিরে আসে তারা।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com