শহর প্রতিনিধি»ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ে ৩শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো: আমিন উল আহসান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কেবল শিক্ষিত হলে হবে না, আদর্শ মানুষ হয়ে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। প্রধান শিক্ষক সুব্রত নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় জঙ্গিবাদ বিরোধী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।