ফেনী শহর যুবদল নেতা সুমন বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেপ্তার

শহর প্রতিনিধি»বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ ফেনী শহর যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ওরপে কুল-সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার বিকেলে শহরের ইসলামপুর রোডের একটি তিন তলা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুইটি বন্দুক, দুইটি কাটা রাইফেল, একটি শর্টগান, ১০৩ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, সুমনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ সময় শাখাওয়াত হোসেন নামে আরো এক যুবককে আটক করা হয়।

22

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com