নিজস্ব প্রতিবেদক»২৬বোতর মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। শুক্রবার পুলিশ মদগুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এগুলো বহনকারী মীর হোসেন ওরফে কালামিয়া (৪০) ও ইয়াকুব আলী ওরফে রতন (৩৫) মদগুলো ফেলে পালিয়ে যায়।
কালা মিয়া মরহুম আলী আহাম্মদের পুত্র ও রতন মরহুম মনু মিয়ার পুত্র। তাদের দুজনের বাড়ি ফুলগাজীর মধ্যম কামাল্লা গ্রামে। তারা ওই গ্রামের ছড়ারকূলের নুর ইসলামের বাড়ির বাসিন্দা।
তাদের দুজনের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ফেনী ডিবি পুলিশের ধাওয়ায় মদ ফেলে পালিয়েছে দু মাদক ব্যবসায়ী
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : September, 16, 2016, 7:07 pm