শহর প্রতিনিধি»ফেনী জি, এ একাডেমী স্কুলে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফেনী জি,এ একাডেমী আয়োজিত স্কুল অডিটোরিয়ামে ফেনী জি, এ একাডেমী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইউছুফ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বাহার উদ্দিন বাহার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান ভূঞা, ফেনী জি,এ একাডেমীর প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম চৌধুরী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল আই ফেনী জেলা প্রতিনিধি, সাপ্তাহিক ফেনী খবর সম্পাদক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রবিউল হক রবি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন। ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন রাপি।